যত দিন যাচ্ছে ততই জয়নগরের তৃণমূল কংগ্রেস নেতা সইফুদ্দিন লস্করের খুনের জট খুলছে। পুলিশ সূত্রে খবর খুনের ঘটনায় মাস্টারমাইন্ড ছিল আনিসুর লস্কর নামে এক ব্যক্তি। তিনি দলুইখাকি গ্রামেরই বাসিন্দা। এর পাশাপাশি জয়নগর কাণ্ডে বড়ভাইয়ের কথা সংবাদমাধ্যমে জানিয়েছিল ধৃত শাহরুল শেখ। পুলিশ জানতে পেরেছে, বড়ভাই-এর আসল নাম আলাউদ্দিন সাঁপুই। তিনি মন্দিরবাজার এলাকার বাসিন্দা। ওই ব্যক্তি এলাকায় CPIM নেতা বলেই পরিচিত।
সোমবার ভোরে খুনের ঘটনা ঘটে। তারপর তদন্তে একাধিক চাঞ্চল্যকর বিষয় উঠে এসেছে। পুলিশ জানতে পেরেছে, ধৃত শাহরুল ওই এলাকারই বাসিন্দা মোতালেক নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া ছিল। ঘটনার পর থেকে পলাতক তিনি।
ঘটনার প্রথম দিন থেকেই পুলিশ জানিয়েছিল, খুনের ঘটনায় পাকা মাথা রয়েছে। যদিও ওই পাকা মাথা কে সেবিষয়ে মুখ খোলেনি তারা। শুধু একদিনের পরিকল্পনায় যে খুন করা হয়নি সইফুদ্দিনকে তা পরিষ্কার ছিল পুলিশের কাছে। পুলিশ জানিয়েছিল, বেশ কিছুদিন ধরে পুরো এলাকা খতিয়ে দেখা হয়। সইফুদ্দিনের গতিবিধির উপর নজর রাখা হয়। তারপর সোমবার সকালে খুন করা হয় তাঁকে।