জয়নগরের তৃণমূল কংগ্রেস নেতা সইফুদ্দিন লস্করকে খুনের ঘটনায় মোট পাঁচজনকে আটক করল পুলিশ। তাঁদের মধ্যে রয়েছে মূল অভিযুক্ত আনিসুর লস্কর। নদিয়ার হরিণঘাটা থেকে তাঁদের আটক করা হয়েছে। বাকিদের পরিচয় এখনও প্রকাশ করেনি পুলিশ।
সইফুদ্দিন খুনের ঘটনায় মাস্টারমাইন্ড এই আনিসুরই। তিনি দলুয়াখাকির বাসিন্দা। এর পাশাপাশি জয়নগর কাণ্ডে বড়ভাইয়ের কথা সংবাদমাধ্যমে জানিয়েছিল ধৃহ শাহরুল শেখ। পুলিশ জানতে পেরেছে, বড়ভাই-এর আসল নাম আলাউদ্দিন সাঁপুই।
সোমবার খুন হওয়ার পরেই বাড়ি থেকে পালিয়ে যায় আনিসুর। তারপর তাঁর খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু হয়। গোপন সূত্রে খবর পেয়ে নদিয়ার হরিণঘাটা থেকে গ্রেফতার করা হয় আনিসুরকে।