রবিবার কালীপজো। তার আগে বেআইনী বাজি নিয়ে ধরপাকর শুরু করল পুলিশ। দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক এলাকায় অভিযান চালিয়ে ১৫০ কেজির বেশি বাজি উদ্ধার করা হয়েছে। এই বছরে বেশ কয়েকটি ঘটনার পরেই সতর্ক প্রশাসন। বিশেষ করে রাজ্যে পরপর বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় কোনও ঝুঁকি নিতে নারাজ প্রশাসন।
সম্প্রতি রাজ্য দূষণ পর্ষদ থেকে জানানো হয়েছিল, এবার ৯০ ডেসিবেলের জায়গায় ১২০ ডেসিবেল আওয়াজে বাজি ফাটানো যাবে। তবে বাজি ফাটাতে হবে ফাঁকা এলাকায়। এবং শব্দ বাজি হতে হবে সবুজ। এবার প্রশ্ন হল রাজ্যে সবুজ বাজি তৈরি হয় কোথায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার বজবজ, চম্পাহাটি, নুঙ্গি-সহ একাধিক এলাকায় অভিযান চালায় পুলিশ।
এই বছরের গোড়ায় প্রথমে পূর্ব মেদিনীপুর ও পরে উত্তর চব্বিশ পরগনায় বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নড়িয়ে দিয়েছিল রাজ্য রাজনীতিকে। তার জেরে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছিল নবান্ন থেকে।