যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর (JU Student Death) ঘটনায় একের পর এক তথ্য উঠে আসছে পুলিশের কাছে । সম্প্রতি পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পারে, স্বপ্নদীপের (Swapnadip Kundu death) ফোন কেড়ে নিয়েছিলেন সৌরভ । মৃত্যুর আগে যখন পরিবারের সঙ্গে ফোনে কথা বলছিলেন স্বপ্নদীপ, সেইসময় নাকি তাঁকে ঠিক করে কথা বলতে দেওয়া হয়নি বলে অভিযোগ । স্বপ্নদীপের পরিবারের অভিযোগ, সব কিছুর পিছনে রয়েছেন সৌরভ চৌধুরী । এক সংবাদমাধ্যমকে এমনই জানিয়েছেন তাঁরা ।
এদিকে, শনিবার সন্ধেবেলায় রানাঘাটের রথতলায় স্বপ্নদীপের বাড়ি যায় পুলিশের চার সদস্যের একটি দল । ঘণ্টাখানেক স্বপ্নদীপের মামার সঙ্গে কথা বলেন তাঁরা । বয়ানও রেকর্ড করা হয় বলে জানা গিয়েছে । এমনকী, স্বপ্নদীপের মামারবাড়ি থেকে দুটি খাতাও সংগ্রহ করেন তদন্তকারীরা, যেখানে হাতের লেখা ছিল স্বপ্নদীপের ।
আরও পড়ুন, JU Student Death : শনিবার রাতভর জেরা, স্বপ্নদীপের মৃত্যুতে গ্রেফতার যাদবপুরের আরও ২ পড়ুয়া
আগেই যাদবপুরের হস্টেলে স্বপ্নদীপের রুম থেকে উদ্ধার হয়েছিল একটি হলুদ ডায়েরি । সেই ডায়েরির হাতের লেখা স্বপ্নদীপের কি না, তা যাচাই করতেই রানাঘাটের মামাবাড়ি থেকে দু’টি খাতা সংগ্রহ করে পুলিশ ।
স্বপ্নদীপ কুন্ডুর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ধৃত সৌরভ চৌধুরীকে ২২ অগাস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত । তাঁর বিরুদ্ধে স্বপ্নদীপের উপর অত্যাচার চালানোর অভিযোগ ওঠে । উঠে এসেছে ব়্যাগিং তত্ত্ব । স্বপ্নদীপের বাবার অভিযোগ, ছেলের মৃত্যুর পিছনে দায়ী সৌরভই । কিন্তু, অঙ্কে স্নাতকোত্তর সৌরভের দাবি, তিনি নির্দোষ । তাঁর পরিবারের অভিযোগ, সৌরভকে ফাঁসানো হচ্ছে ।