সব জল্পনার অবসান। শান্তিনিকেতন পূর্বপল্লির মাঠেই হবে পৌষ মেলা। বিশ্বভারতীর অধিকাংশ শর্ত মেনে নেওয়ায় ওই মাঠে মেলা করার অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেই অনুমতিপত্র জেলা প্রশাসনের হাতেও তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিগত তিন বছর শান্তিনিকেতনে পৌষমেলা হয়নি। কিন্তু এবার সেই মেলা করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। যদিও গত সপ্তাহে কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠকের পর বিশ্ববিদ্যালয় তরফে জানানো হয় ওই মেলা করা সম্ভব নয়। কিন্তু চলতি সপ্তাহের প্রথম দিনে ফের বৈঠক হয়। সেখানে মেলার চূড়ান্ত সিদ্ধান্ত হয়।
মেলা করার দাবিতে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। বোলপুর ব্যবসায়ী সমিতি, কবিগুরু হস্তশিল্প মার্কেটের ব্যবসায়ীরা বিশ্বভারতীর গেটে ঢুকে পড়েন ও বিক্ষোভ দেখান। তারপরেই মেলা করার সিদ্ধান্ত নেওয়া হয়।