ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতির রহস্য মৃত্যু । রবিবার সন্ধে থেকে নিখোঁজ হন ওই প্রসূতি । সোমবার সকালে হাসপাতালের স্ত্রী রোগ বিভাগের পিছন থেকে তাঁর দেহ উদ্ধার হয় । প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে । খুনের অভিযোগ তুলেছে মৃতার পরিবার । সেইসঙ্গে হাসপাতালের বিরুদ্ধে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ উঠেছে । তদন্তের জন্য পাঁচ সদস্যের টিম গঠন করা হয়েছে । হাসপাতালে পৌঁছেছে হোমিসাইড শাখার টিম ।
মৃতার নাম আছিয়া বিবি । তিনি সন্দেশখালির বাসিন্দা । বুধবার, ২৬ অক্টোবর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয় । তার পরের দিনই কন্যা সন্তানের জন্ম দেন তিনি । এরপর সব ঠিকই ছিল । কিন্তু, পরিবারের অভিযোগ, আচমকাই রবিবার দুপুর থেকে নিখোঁজ হয়ে যান ওই প্রসূতি । হাসপাতালে ভিজিটিং আওয়ার্সে গিয়ে তাঁর দেখা পান না পরিবারের সদস্যরা । এরপরই,ন্যাশনালের পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানিয়েছিলেন তাঁরা । অভিযোগ, তাতে কোনও লাভ হয়নি। ওই গৃহবধূকে খোঁজার কোনও চেষ্টা করা হয়নি বলে অভিযোগ ।
এরপর সোমবার সকালে, হাসপাতালের পিছন থেকে প্রসূতির দেহ উদ্ধার হয় । তাঁর হাত পিছমোড়া করে বাঁধা ছিল,মাথার পিছনে গভীর ক্ষত । উপুড় করে পড়া ছিল শরীরটা । প্রসূতির রহস্যজনক মৃত্যুতে হাসপাতালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে । অনেকেই প্রশ্ন তুলেছেন, হাসপাতালে নিরাপত্তা রক্ষা কর্মীদের নজর এড়িয়ে কীভাবে এমন ঘটনা ঘটল, সেই নিয়ে প্রশ্ন উঠছে ।