এবার নকশা অনুমোদন থেকে ফ্ল্যাট বিক্রি পর্যন্ত সম্পত্তি কর মেটাতে হবে প্রমোটারদের(Promoter)। শুধু তাই নয়, ফ্ল্যাট বিক্রির পর ক্রেতার নাম পুরসভায় নথিভুক্তও করতে হবে প্রমোটারকেই। তা নাহলে প্রমোটারের কাছ থেকে সম্পত্তি কর আদায় করবে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation)।
শহরে বহুতল করতে মালিক প্রমোটারকে জমি(Land) দিয়ে থাকে। চুক্তিভিত্তিক ওই বহুতলে একটি কিংবা একাধিক ফ্ল্যাট পেয়ে থাকেন মালিকরা। সেইসঙ্গে বহুতলের বাকি ফ্ল্যাটের সম্পত্তি কর মেটানোর দায়ও জমি মালিকের উপর এসে পড়ে। বাড়তি করের বোঝা টানা নিয়ে জমি মালিকদের একাধিক অভিযোগ পুরসভায়(KMC) জমা পড়ছে। শনিবার পুরসভায় টক টু মেয়র(Talk to Mayor) অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম জানান, এবার সম্পত্তিকর মেটাতে হবে প্রোমোটারকেই।
আরও পড়ুন- KMC on Cyclone Asani: অশনি শঙ্কায় ছুটি বাতিল কলকাতা পুরসভায়, বৃষ্টির পর জমা জল সরাতে বিশেষ উদ্যোগ
পাশাপাশি রাজস্ব আদায় জোর দিতে সারা বছর মিউটেশন(Mutation) শিবির চলবে। বিশেষ করে নতুন বহুতল কিংবা বাড়ি যেগুলি হচ্ছে সেখানে এই শিবির হবে। মিউটেশন ও কর মূল্যায়ণ দুই করতে পারলে করদাতার তালিকায় প্রায় দেড় লাখ নতুন কর দাতা অন্তর্ভুক্ত হবে।