বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল মালদার মানিকচক থানার এনায়েতপুর। পরিস্থিতি সামাল দিতে গেলে হামলা চালানোর অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। পালটা পুলিশের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় জখম হয়েছেন ২জন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কী অভিযোগ?
বিক্ষোভকারীরা জানিয়েছেন,মানিকচকে বিদ্যুৎ বিভ্রাট ভয়াবহ আকার ধারণ করেছে। দীর্ঘদিন ধরেই এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। অভিযোগ, অধিকাংশ সময়ই বিদ্যুৎ থাকে না। এমনকি দিনের বেলায় পরিষেবা কিছুটা থাকলেও রাতে দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ পরিষেবা পাওয়া যায় না। আর সেইকারণেই পড়াশোনা সহ কোনও কাজই করা সম্ভব হয়ে ওঠে না।
দীর্ঘদিন ধরে এই পরিস্থিতি চলার পর বৃহস্পতিবার বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা। মালদা-চাঁচল রাজ্য সড়কও অবরোধ করেন তাঁরা। সেসময় পরিস্থিতি নিয়ন্ত্রিত আনতে সেখানে পুলিশ পৌঁছয়। আর তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, পুলিশের উপর চড়াও হয় উত্তেজিত জনতা। গাড়িও পুড়িয়ে দেওয়া হয়।
অন্যদিকে বিক্ষোভকারীদের পালটা অভিযোগ, পুলিশ গুলি চালিয়েছে। ঘটনায় ২ জন জখম হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।