যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ছাত্রের মৃত্যুর ঘা এখনও শুকোয়নি। ফের ব়্যাগিং’য়ের অভিযোগ শিক্ষাক্ষেত্রে। তবে এবার বিশ্ববিদ্যালয় নয় স্কুলে। কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের দ্বাদশ শ্রেণি ৫ ছাত্রের বিরুদ্ধে ব়্যাগিং’য়ের অভিযোগ। ইতিমধ্যেই স্কুল থেকে তাদের বহিস্কার করা হয়েছে বলে খবর।
G20 Summit: আজ থেকে শুরু G20 সম্মেলন, কড়া নিরাপত্তায় মোড়া দিল্লি, মাছি গলার জো নেই
অভিযোগ শিক্ষক দিবসের দিন ক্লাসেই ধুমপান করছিলেন তারা। আগ্নেয়াস্ত্র স্কুলে নিয়ে আসেন তাঁরা। জোর করে ছোটদের পোশাক খুলে নেওয়া হয় বলে অভিযোগ। বাড়ি গিয়ে ছাত্ররা সেসব জানালে , অভিভাবকরা লিখিত অভিযোগ জানান বিদ্যালয়ে। ওই ছাত্ররা অভিযোগ স্বীকার করে নেওয়ার পর স্কুল থেকে বহিস্কার করা হয় বলে খবর।