আগাম সতর্কতা দিয়েছিল আবহাওয়া দফতর। নবমীর দুপুরে পূর্বাভাস অনুযায়ী ভিজল কলকাতা-সহ একাধিক জেলা। সন্ধে নামতেই উত্তর কলকাতা ও দক্ষিণ কলকাতায় নবমীতে ভিড় উপচে পড়ার আশঙ্কা আছে।
দুপুরের বৃষ্টি উপেক্ষা করেও ছাতা হাতে একাধিক দর্শনার্থীকে প্যান্ডেল হপিংয়ে দেখা গিয়েছে। কলকাতা ছাড়াও উত্তর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, দুই মেদিনীপুরেও নবমীর দুপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সোমবার সন্ধে থেকে এটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে। তার প্রভাবে সোমবার কলকাতা-সহ একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।