শরৎ-এও আকাশে কালো মেঘ। কিছুতেই বঙ্গের পিছু ছাড়ছে না বৃষ্টি। সারারাত বৃষ্টি হয়েছে , এদিকে বৃহস্পতিবার সকালেও ঢেলে বৃষ্টি তিলোত্তমায়। অফিসযাত্রীদের ভোগান্তির শেষ নেই। এই বৃষ্টি আগামী ২২ তারিখ পর্যন্ত চলবে। এদিন রাজ্যের ৭ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, ৩ জেলায় বজ্র বিদ্যুৎ সহ অতিভারী বৃষ্টির সম্ভবনা।
উত্তরের তিন জেলা দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পং-এ অতি ভারী বৃষ্টির সতর্কতা। এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আর সর্বনিম্ন থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস।