গত বছর ২১ জুলাইয়ের মঞ্চে তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী রাজন্যা হালদারের ঝাঁঝালো বক্তব্য নজর কেড়েছিল রাজনৈতিক মহলের। তারপর সংগঠনেও বড় দায়িত্ব পেয়েছিলেন, কিন্তু চলতি লোকসভা নির্বাচনে টিকিট পাননি রাজন্যা। তৃণমূল ছাত্র পরিষদের এই ফায়ারব্র্যান্ড নেত্রী আবারও গ্ল্যামার দুনিয়ায়। এবার রুপোলী পর্দায়! রাজন্যার নতুন ছবি 'নিঃশর্ত'-এর ট্রেলার সামনে এল।
ভালবাসার গল্প নিঃশর্ত। পরিচালক সৌভিক দে। এই ছবিতে অভিনয় করেছেন রাজন্যা এবং সৈকত। সংগীত পরিচালনায় সৌগত এবং জয় । প্রযোজক পিনাকী পাল।
Loksabha 2024: কংগ্রেসের 'মুসলিম প্রীতি' নিয়ে তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর, পাল্টা আক্রমণ হাত শিবিরের
এর আগে '১৯৪৫ : বিহাইন্ড দ্য মাউন্টেনস' ছবিতে স্বাধীনতা সংগ্রামী পুতলি তামাংয়ের ভূমিকায় অভিনয় করেছিলেন রাজন্যা।