পঞ্চায়েত নির্বাচনে নিরাপত্তা নিয়ে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠক করলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। মনোনয়ন জমা থেকে শুরু করে ভোটগ্রহণ ও গণনা পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ওই বৈঠকে মোট পাঁচটি জেলাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওই তালিকায় রয়েছে জলপাইগুড়ি,বীরভূম, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা।
রাজ্য়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে বিজেপি ও কংগ্রেস। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানো সহ আরও পাঁচ দফা দাবি আবেদন রয়েছে। প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চে ওই মামলার শুনানি হয়।
এদিকে শুক্রবার পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন জমা দিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির বিধায়ক হরকালী প্রতিহার। তিনি বাঁকুড়ার কোতুলপুর বিধানসভার বিধায়ক। দলের নেতাদের সঙ্গে নিয়ে BDO অফিসে যেতেই চোর চোর স্লোগান তোলা হয়।