ফের সন্দেশখালিতে গেলেন রাজ্য পুলিশের DG রাজীব কুমার। শুক্রবার সকালে সেখানকার পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে পৌঁছন তিনি। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। এবং আইন হাতে তুলে না নেওয়ার পরামর্শ দিয়েছেন।
সন্দেশখালিতে লকেট চট্টোপাধ্যায়
বৃহস্পতিবার রাত থেকেই ফের উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালির একাধিক এলাকা। এদিকে শুক্রবার সকালে সেখানে যাওয়ার চেষ্টা করেন BJP নেত্রী লকেট চট্টোপাধ্যায়। তাঁকেও আটকানো হয় বলে অভিযোগ।
রাজীব কুমার সন্দেশখালিতে
বুধবার বিকালে সন্দেশখালি গিয়েছিলেন রাজীব কুমার। সেদিন পুরো রাত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। তারপর বৃহস্পতিবার সকালেই ফিরে আসেন তিনি। এরপর ফের শুক্রবার সকালে সন্দেশখালি পৌঁছলেন তিনি। রাজীব কুমার গ্রামবাসীদের উদ্দেশে স্পষ্ট জানান, "আইন নিজের হাতে তুলে নেবেন না।"
প্রসঙ্গত শেখ শাহজাহানের পাশাপাশি তাঁর ভাই শেখ সিরাজউদ্দিনের ভেড়ির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। গ্রামবাসীদের অভিযোগ, জোর করে জমি দখল করে নিয়েছে শেখ সিরাজ।