বীরভূমের (Birbhum) রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামের অগ্নিকাণ্ডের তদন্তে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আনারুল হোসেনকে জেরা করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর (CBI) গোয়েন্দারা।
সিবিআইয়ের জেরার মুখে কান্নায় ভেঙে পড়েন তৃণমূল(TMC) নেতা আনারুল হোসেন। এমনই খবর সিবিআই সূত্রে। ভাদু শেখের মৃত্যুর পরে ঠিক কী হয়েছিল তা জানতেই জেরা করা হয় আনারুলকে। উল্লেখ্য, রামপুরহাটে মেডিক্যাল চেক আপ করার পর প্রিজন ভ্যানে বসে আনারুল বলেন, তিনি ষড়যন্ত্রের শিকার। কিন্তু কারা ষড়যন্ত্র করেছে, তা নিয়ে তিনি কিছু বলেননি।
আরও পড়ুন: Rampurhat Update: রামপুরহাট অগ্নিকাণ্ডে বাড়ল মৃতের সংখ্যা, মৃত্যু হল নাজমা বিবির
আজ, সোমবার সাঁইথিয়ার বাতাসপুরে যাচ্ছে সিবিআইয়ের একটি দল। জিজ্ঞাসাবাদের জন্য রামপুরহাটে ডাকা হয়েছে মিহিলাল শেখকে। তাঁর বয়ান রেকর্ড করা হবে। তাঁকে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডাকা হয়। মিহিলাল জানিয়েছেন, তাঁর সঙ্গে সিবিআই আধিকারিকদের ফোনে কথা হয়। তিনি জানান, নিরাপত্তাজনিত কারণে তিনি অন্যত্র যেতে পারছেন না। তাই সিবিআই আধিকারিকরাই বাতাসপুরে আসবেন।