বীরভূমের (Birbhum) রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামের ঘটনার দায় স্থানীয় তৃণমূল (TMC) নেতা তথা পঞ্চায়েত প্রধান
আনারুল হোসেনের। এমনই দাবি করলেন মৃতদের পরিবারের সদস্যরা।
মৃতদের পরিবারের অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেন-সহ ভাদু শেখের অনুগামীরাই বাড়িগুলিতে আগুন লাগিয়েছেন। মৃতের আত্মীয় মিহিলাল শেখের দাবি, আনারুলই পুলিশকে ঢুকতে বাধা দিয়েছিলেন। আনারুলের নেতৃত্বে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার ঘটনা ঘটেছে। যদিও অভিযোগ মানতে চাননি আনারুল।
আরও পড়ুন: Rampurhat Fire: রামপুরহাটের আগুনে ঝলসে গেছেন নবদম্পতি, অভিযোগ পরিবারের
তৃণমূলের পঞ্চায়েত প্রধানের দাবি, উপপ্রধানের মারা যাওয়ার খবর পেয়ে তিনি হাসপাতালে গিয়েছিলেন। হাসপাতাল থেকে থানায় যান তিনি। সিসিটিভিতে তার প্রমাণ আছে। তাঁর দাবি, ভাদু শেখকে যারা খুন করেছে, তারাই আগুন লাগিয়েছে। তৃণমূলকে বদনাম করতেই তাঁর নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে।