রামপুরহাটের (Rampurhat) বগটুই গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা। গুরুতর আহত নাজমা বিবির মৃত্যু হল হাসপাতালে।গত কয়েকদিন ধরেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ছিলেন তিনি।
বগটুই-কাণ্ডে আহত তিন জন ভর্তি ছিলেন রামপুরহাট হাসপাতালে। তাঁদের মধ্যেই ছিলেন একজন মহিলা। নাম নাজমা বিবি। গত কয়েকদিন ধরেই তাঁর শারীরিক পরিস্থিতি সঙ্কটজনক ছিল। ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। অবশেষে শেষ হয়ে গেল তাঁর লড়াই।
রামপুরহাটে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, তিনি শুনেছেন ওই মহিলার শরীরের ৬০ শতাংশের বেশি পুড়ে গিয়েছে। কলকাতায় নিয়ে গিয়ে তাঁর চিকিৎসা করা সম্ভব নয়। তাই বীরভূমে পাঠানো হয় বিশেষজ্ঞ চিকিৎসকদের।
অন্যদিকে, সিবিআইয়ের জেরার মুখে কান্নায় ভেঙে পড়েন তৃণমূল(TMC) নেতা আনারুল হোসেন। এমনই খবর সিবিআই সূত্রে। আজ, সোমবার সাঁইথিয়ার বাতাসপুরে যাচ্ছে সিবিআইয়ের একটি দল। জিজ্ঞাসাবাদের জন্য রামপুরহাটে ডাকা হয়েছে মিহিলাল শেখকে। তাঁর বয়ান রেকর্ড করা হবে। তাঁকে রামপুরহাটে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ডাকা হয়েছে।