পর্ষদ থেকে উধাও হয়ে গেল নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ফাইল। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এই বিষয়ে জানিয়ে দিয়েছে পর্ষদ। বেশ কয়েকমাস ধরেই ওই ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে তারা।
নিয়োগ সংক্রান্ত মামলার তদন্তে একটি গুরুপূর্ণ ফাইল পর্ষদের কাছ থেকে চেয়ে পাঠিয়েছিল CBI। কিন্তু সিবিআই সূত্রে খবর, তাদের বলা হয়েছে ফাইলটি আর পর্ষদের কাছে নেই। বিগত কয়েক মাস ধরেই খোঁজ মিলছে না ওই ফাইলের। প্রশ্ন উঠছে, এত গুরুত্বপূর্ণ মামলার ফাইল কীভাবে হঠাৎ করে উধাও হয়ে গেল।
সূত্রের খবর, পর্ষদ জানিয়েছে ওই ফাইলটি হারিয়ে যাওয়ার পর বিধাননগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। যদিও সেই ঘটনার তদন্ত কতদূর তা এখনও জানা যায়নি।
যে ফাইলটি উধাও হয়ে গেছে সেটি গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত ফাইল। রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষা কর্মী পদে নিয়োগের তথ্য ছিল ওই ফাইলে। কিন্তু বর্তমানে ওই ফাইলটি খুঁজে পাওয়া যাচ্ছে না।