আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই, রবিবার মধ্যরাতে দুই বাংলার উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল । তারপর থেকেই কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে শুরু হয় ঝড়ের দাপট । কোথাও ৯০, কোথাও ৭০ বা কোথায় ৬০ ছিল ঝড়ের গতিবেগ । রবিবার রাত ও সোমবার ভোরে বাংলায় কোথাও সবথেকে বেশি ছিল হাওয়ার দাপট, একনজরে দেখে নেওয়া যাক ।
হাওয়া অফিসের সকালের বুলেটিন অনুযায়ী, ভোর সাড়ে ৫টা পর্যন্ত দমদমে সবথেকে ঝড়ের গতি সবথেকে বেশি ছিল । ঝোড়ো হাওয়ার দাপট ছিল ঘণ্টায় ৯১ কিলোমিটার । তারপরেই রয়েছে ক্যানিং । সেখানে হাওয়ার দাপট ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার । কলকাতায় ও সাগরদ্বীপে ৭৪ কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়েছে । এরপরেই রয়েছে ডায়মন্ড হারবার, বারুইপুর, নিমপিঠ ও রায়দিঘি । ঝড়ে গতিবেগ ছিল যথাক্রমে ৬৯, ৬৭, ও ৬৩ কিলোমিটার ।
ঝড়ের গতিবেগ দমদমে বেশি থাকলেও সবথেকে বেশি বৃষ্টি হয়েছে কলকাতায় । এরপরেই রয়েছে যথাক্রমে হলদিয়া, সল্টলেক, ডায়মন্ড হারবার, ক্যানিং ও দমদম । আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার সকাল ৮টার পরে শক্তি হারিয়েছে রেমাল। ঘূর্ণিঝড় ক্রমশ উত্তর উত্তর-পূর্ব দিকে সরছে । বিকেলের পর থেকে কলকাতা-সহ দক্ষিণে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস ।