কেন্দ্রের অনুদান কতটা আসে রাজ্যে! কতটা সুবিধা পান গ্রামবাংলার মানুষ! কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের রিপোর্ট এবার সরাসরি পৌঁছে যাবে পিএমও দফতরে। প্রশাসনিক সূত্রে খবর এমনই। সাধারণত কেন্দ্রীয় পর্যবেক্ষক টিম রিপোর্ট দেয় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকে। কিন্তু এবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে যেতে পারে রিপোর্ট।
কিন্তু কেন এমনটা ঘটতে পারে। কেন্দ্র হঠাৎ করে কেন রাজ্যের প্রকল্প ও অন্যান্য বিষয় নজরদারি বাড়িয়েছে। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, গত ৫ অগাস্টের পর পরিস্থিতি অনেকটাই বদলছে। প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের বিভিন্ন প্রকল্পে বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই স্বাধীনতা দিবসের ভাষণে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন প্রধানমন্ত্রী। এরপর কেন্দ্রীয় পর্যবেক্ষক দলের রিপোর্ট পিএমও দফতরে গেলে, তা বেশ তাৎপর্যপূর্ণ হবে।
আরও পড়ুন: রবিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা, বড় দুর্যোগের আশঙ্কা
রাজ্যের অভিজ্ঞ আধিকারিকরা জানাচ্ছেন, কেন্দ্রীয় দল রিপোর্ট জমা দিত গ্রামোন্নয়ন মন্ত্রকেই। ১০০ দিনের কাজ বা প্রধানমন্ত্রী আবাস যোজনা, জাতীয় সড়ক যোজনা গ্রামোন্নয়ন মন্ত্রকের মাধ্যমেই পরিচালিত হয়। প্রধানমন্ত্রীর দফতরে সেই রিপোর্ট পাঠাতেই পারে। কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট পাঠানোর নজির নেই।
গত ২৫ জুলাই থেকে বাংলার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের কাজ খতিয়ে দেখছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। ওই সব প্রকল্পের রিপোর্ট সরাসরি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানোর জন্য নির্দিষ্ট বয়ান পাঠিয়েছে মন্ত্রক। সেই বয়ানেই রিপোর্ট তৈরি করতে হবে। গ্রামোন্নয়ন মন্ত্রক থেকে ক্যাবিনেট সচিব ও পরে প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট যেতে পারে।