RG Kar News : রাত পেরিয়ে সকাল, ফিয়ার্স লেনে অবস্থানে বামেরা, রাতভর চলল প্রতিবাদের স্লোগান,গানবাজনা

Updated : Sep 14, 2024 07:01
|
Editorji News Desk

দুপুর গড়িয়ে রাত, রাত গড়িয়ে সকাল । লালবাজারের সামনে ফিয়ার্স লেনে চলছে বামাদের অবস্থান । রাতভর রাস্তাতেই কাটালেন প্রবীণ থেকে নবীন নেতা-কর্মীরা । সারারাত কেউ দু'চোখের পাতা এক করেননি । কলকাতা পুলিশের সদর দফতরের সামনে মধ্যরাতে দফায় দফায় উঠল স্লোগান ।  জাস্টিসের স্লোগান, কলকাতা পুলিশ কমিশনারের পদত্যাগের স্লোগান । প্রতিবাদের গান গাইলেন কর্মীরা । ৯ ফুটের লৌহ-কপাটের উপর উড্ডীয়মান লাল পতাকা সাক্ষ্মী থাকল রাত থেকে ভোর হওয়ার । আন্দোলন আরও তীব্রতর হবে বলে জানালেন বাম কর্মীরা । 

আরজি করের ঘটনায় পুলিশ কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগের দাবিতে শুক্রবার বামেদের লালবাজার অভিযানকে কেন্দ্র করে ফের উত্তেজনা ছড়ায় । সীতারাম ইয়েচুরিকে শ্রদ্ধা জানিয়ে বৌবাজার থেকে মিছিল শুরু হয় বিকেল চারটে নাগাদ । মিছিলের একেবারে প্রথম সারিতে ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু । কিন্তু, বৌবাজার থেকে মিছিল ফিয়ার্স লেনে পৌঁছতেই আটকে দেয় পুলিশ । বামেদের মিছিলের সামনে তৈরি করা হয় ৯ ফুটের লৌহ দুর্গ । দলীয় পতাকা হাতে ওই দুর্গে বা পুলিশ ব্যারিকেডে উঠে পড়েন বামকর্মীরা । সেখান থেকেই ওঠে স্লোগান । জাস্টিস ফর আর জি কর ও সিপি পদত্যাগের দাবি । এরপরই বামেদের তরফে ঘোষণা করা হয়, রাতভর অবস্থান কর্মসূচি চালাবেন তাঁরা । ৩০ ঘণ্টা অবস্থান কর্মসূচির ঘোষণা করা হয় ।

এরপরই পুলিশের বিশাল ব্যারিকেডের সামনে বাঁধা হল প্রতিবাদের মঞ্চ । একে একে বক্তব্য রাখলেন সিপিএমের প্রথম সারির নেতারা । সেলিমের অভিযোগ, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের বাল্যবন্ধু স্বাস্থ্য দফতর চালাচ্ছে। কোনও স্বচ্ছতা নেই৷ স্বাস্থ্যসচিব কিছু জানেন না।' বিমান বসু সন্দীপ ঘোষকে 'পচা মাল' বলে কটাক্ষ করলেন । বক্তব্যের মাঝে মাঝেই উঠল প্রতিবাদের স্লোগান । আরেকদিকে রাস্তায় পড়ল বাঁশ, খাটানো হল তাবু । শুরু হল রাতভর অবস্থান ।

শনিবার সকাল । এখনও ফিয়ার্স লেনে বসে বাম কর্মীরা । ৩০ ঘণ্টার অবস্থান কর্মসূচি । এদিন আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে । বিভিন্ন দিক থেকে লালবাজারে বামেদের মিছিল আসতে পারে । 

সম্প্রতি আরজি করের ঘটনায় লালবাজার দখলের ডাক দিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের অভিযানেও দেখা গিয়েছিল ফিয়ার্স লেনে রাত দখলের ছবি। বামেদের লালবাজার অভিযানেও সেই ছবি ফিরল ।

Left Front

Recommended For You

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?