সাতসকালে বড়সড় দুর্ঘটনা বেনিয়াপুকুর এলাকায়। তার জেরে প্রাণ গেল এক ফুটপাথবাসীর। ঘটনাটি ঘটেছে বেনিয়াপুকুরের সার্কাস অ্য়াভিনিউ এলাকায়।
রবিবার সকালে সার্কাস অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিল একটি দুধের গাড়ি। সেসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি গাড়িতে ধাক্কা মারে সেটি। ধাক্কার অভিঘাতে ফুটপাথে উঠে যায় সেই গাড়িটি। এবং সেখানেই শুয়ে ছিলেন এক ব্যক্তি। গাড়িটি তাঁকে পিষে দেয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।
এদিকে দুধের গাড়িটি ধাক্কা মেরেই চম্পট দেয়। তদন্ত শুরু করেছে পুলিশ। ওই এলাকার ফুটেজ খতিয়ে দেখছেন লালবাজারের গোয়েন্দারা। এদিকে দাঁড় করিয়ে রাখা গাড়ির মালিককেও ডাকা হয়েছে।