ভয়াবহ পথ দুর্ঘটনা হাওড়া ব্রিজে। শুক্রবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের একটি পিলারে ধাক্কা মারল ১২ A রুটের একটি বাস। ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত বেশ গুরুতর।
কীভাবে দুর্ঘটনা ঘটেছে?
জানা গিয়েছে, মেঠিয়াবুরুজ থেকে হাওড়া স্টেশনের দিকে যাচ্ছিল বাসটি। হাওড়া ব্রিজে ওঠার পরেই বাসের ব্রেক ফেল করে। এবং নিয়ন্ত্রণ হারিয়ে হাওড়া ব্রিজের একটি পিলারে ধাক্কা মারে। ঘটনার জেরে বাসের সামনের অংশটি একেবারে দুমড়ে মুচড়ে যায়।
এদিকে তীব্র বেগে পিলারে ধাক্কা মারায় বাসের অনেকেই সামনের দিকে ছিটকে পড়েন। কয়েকজনের বাসের ভিতরে থাকা রডে ধাক্কা লাগে। আহত সকলকে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চালকও গুরুতর আহত হয়েছেন। বাসটিকে আটক করা হয়েছে।
ব্যাপক যানজট
এদিকে অফিস টাইমে দুর্ঘটনার জেরে ব্যাপক যানজট তৈরি হয় হাওড়া ব্রিজে। বাস ও অন্য যানবাহনের লম্বা লাইন তৈরি হয়। যদিও কর্তব্যরত পুলিশদের চেষ্টায় দ্রুত পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয়।