প্রসবযন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন স্ত্রী। সেকারণে শুক্রবার ভোরে তাঁকে টোটো করে হাসপাতাল নিয়ে যাচ্ছিলেন স্বামী আবু তালেক। কিন্তু হাসপাতাল যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অন্তঃসত্ত্বা মহিলা নাজিরা খাতুন। ঘটনাটি ঘটেছে নাকাশিপাড়ার বামনডাঙা এলাকায়।
কীভাবে দুর্ঘটনা ঘটল?
জানা গিয়েছে, বামনডাঙা এলাকায় টোটো করে যাওয়ার সময় একটি পাথর বোঝাই লরি ধাক্কা মারে। গুরুতর আহত হন নাজিরা, আবু এবং টোটো চালক। তাঁদের তিনজনকেই হাসপাতালে ভর্তি করেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু আবু তালেককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
যদিও ঘটনার পর ঘাতক লরিটি পালিয়েছে। গাড়ি ও চালকের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। মৃত ব্যক্তির এক আত্মীয় জানিয়েছেন, প্রসব যন্ত্রণা ওঠায় হাসপাতালে ভর্তি করতে নিয়ে যাওয়া হচ্ছিল নাজিরাকে। কিন্তু মাঝপথে দুর্ঘটনা ঘটে।