বৃহস্পতিবার ভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনা হাওড়ার উলুবেড়িয়ায়। শ্মশান থেকে ফিরে আসার সময় দুর্ঘটনাটি ঘটে উলুবেড়িয়ার ফকিরপাড়ায়। ঘটনায় ২ জনের মৃত্যু হয়। আহত হয়েছেন ১০ জন। তাঁদের স্থানীয় উলুবেড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Read More- হরিয়ানায় মর্মান্তিক দুর্ঘটনা, বাস উল্টে ৬ শিশুর মৃত্যু
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোরে বাগনানের একটি পরিবার শ্মশান থেকে ফিরছিলেন। সেসময় ফকিরপাড়ার কাছে একটি ল্যাম্পপোস্টে ধাক্কা মারে গাড়িটি। এবং ধাক্কার অভিঘাতে গাড়িটি ঘুরে যায়। সেসময় উলটো দিক থেকে আসা একটি গাড়ি মুখোমুখি ধাক্কা মারে।
মৃতদের নাম-
ঘটনায় মৃতদের নাম প্রশান্ত ঠাকুর এবং বুলান ধারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উলুবেড়িয়া থানার পুলিশ। দুর্ঘটনার জেরে ১৬ নম্বর জাতীয় সড়কে বেশ কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। আহতদের মধ্যে গাড়ির চালকও রয়েছেন।