বড়দিনের সন্ধেতে ভয়াবহ ডাকাতি মালদার চাঁচলে। সোনার দোকানে বন্দুক সহ ঢুকে পড়ে কয়েকদন দুষ্কৃতী। অভিযোগ, লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে চম্পট দিয়েছে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সন্ধে নাগাদ মালদার ওই গয়নার দোকানে ঢোকে কয়েকজন দুষ্কৃতী। অভিযোগ, তাদের প্রত্যেকের মুখে কাপড় বাঁধা ছিল। দোকানের ভিতরে কর্মীদের মারধর করা হয়। তারপর দুটি ব্যাগে লুটের জিনিস ভরে পালিয়ে যায়। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও তার সত্যতা যাচাই করেনি এডিটরজি বাংলা। ডাকাতরা গুলি করে বলেও অভিযোগ।
ঘটনার পরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তাদের ঘিরে ধরে বিক্ষোভ শুরু করেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, পুলিশের কোনও সহায়তা পাওয়া যায়না। ডাকাতরা পালানোর দীর্ঘক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় বলে অভিযোগ।