এক মিনিটের মধ্যে দু-দফায় এক লাখ টাকা খোয়ালেন নিউটাউনের তরুণী। ঘটনাটি ঘটেছে ৮ নভেম্বর দুপুর ২টো নাগাদ। ওই তরুণীর নাম সায়নী সরকার ঘোষ। বিধাননগর সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন তিনি।
সায়নী জানিয়েছেন, ৮ নভেম্বর দুপুর ২টো ১ নাগাদ তাঁর ফোনে একটি মেসেজ আসে। সেখানে জানানো হয় তাঁর অ্য়াকাউন্ট থেকে ৯৫ হাজার টাকা তোলা হয়েছে। তারপর আরও একটি মেসেজ আসে যেখানে ৫ হাজার টাকা তোলার বিষয়টি জানানো হয়। যদিও ওই তরুণীর দাবি, তিনি কোনও OTP শেয়ার করেনি, এমনকি ওই দিন ফোনের কোনও লিঙ্কেও ক্লিক করেননি তিনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এবিষয়ে পুলিশ ও সাইবার বিশেষজ্ঞদের একাংশের ধারণা, অনলাইনে লেনদেন না করলেও হয়তো কোনও ফিশিং ওয়েবসাইটে লগইন করেছিলেন সায়নী। সেখান থেকেই সব তথ্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে।