পড়ুয়াদের জন্য সুখবর দিল রাজ্য। সামনে পঞ্চায়েত নির্বাচন। তার আগেই আগামী ৩ মাসের মধ্যে ১২ লক্ষের বেশি ছাত্রছাত্রীর কাছে সবুজ সাথীর সাইকেল পৌঁছে যাবে। মঙ্গলবার প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক জেলাকে এ নিয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে।
সবুজ সাথী প্রকল্পের আওতায় সাইকেল পেতে গেলে একটি সরকারি পোর্টালে আবেদন করতে হয়। সেখানেই পড়ুয়াদের নাম নথিভুক্ত করা হয়। এই পোর্টালের মাধ্যে ১২ লক্ষ ২৭ হাজার ৪৮৭ পড়ুয়াকে সাইকেল দেওয়া হবে। আগামী এক সপ্তাহের মধ্যেই সাইকেল বিলির প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আগামী বছর ফেব্রুয়ারির মাধ্যমে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে নবান্ন।
নবান্ন সূত্রে জানা গিয়েছে, ৬১৫ পয়েন্ট থেকে ৮ হাজার ৭৬৩ স্কুলকে এই সাইকেল পৌঁছে দেওয়া হবে। ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে যাতে স্কুলগুলি সাইকেল পেয়ে যায়, তাও নিশ্চিত করতে বলা হয়েছে।
সাধারণত, মার্চ-এপ্রিল মাসে সবুজ-সাথী প্রকল্পে সাইকেল বিলি করা হয়। আগামী বছর, ওই সময় পঞ্চায়েত নির্বাচন। তাই এবার আগেভাগেই সাইকেল বিলির সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। এমনই মনে করছে ওয়াকিবহল মহল। নির্বাচন ঘোষণা হলে এই প্রক্রিয়া অনেকটাই পিছিয়ে যেতে পারে।