প্রয়াত মন্ত্রী সাধন পান্ডের (Sadhan Pande) শেষকৃত্য আজ । রবিবার রাতেই তাঁর দেহ এসে পৌঁছেছে কলকাতায় (Kolkata) । রাতের বেলায় কলকাতা বিমানবন্দর থেকে তাঁর দেহ পিস ওয়ার্ল্ডে (Peace World) নিয়ে যাওয়া হয় । সোমবার সকালে তাঁর দেহ প্রথমে কাঁকুড়গাছি ও গোয়াবাগান বাসভবন ঘুরে বিধানসভায় নিয়ে যাওয়া হবে । সেখানেই শেষ শ্রদ্ধা জানাবেন বিধায়করা । এরপর নিমতলা (Nimtala) শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে ।
রবিবার রাত সোয়া ১টা নাগাদ সাধন পান্ডের দেহ এসে পৌঁছায় কলকাতায় । সঙ্গে ছিলেন স্ত্রী ও মেয়ে । বিমানবন্দরে মন্ত্রীকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সুজিত বসু, অতীন ঘোষ, শশী পাঁজা-সহ তৃণমূল কর্মী সমর্থকরা ।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন বর্ষীয়ান নেতা সাধন পান্ডে । গত বছর সঙ্কটজনক অবস্থায় দীর্ঘদিন ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে । সম্প্রতি, সাধনবাবুর শারীরিক অবস্থার আরও অবনতি হয় । অবশেষে, রবিবার সকালে মুম্বইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ।