সাগরদিঘিতে চলছে উপনির্বাচন (Sagardighi By election) । জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের দেওয়া তথ্য অনুসারে সকাল ৯টা পর্যন্ত ভোট পড়েছে ১৩.৩৭ শতাংশ। সকাল থেকেই দু-একটা অশান্তি, উত্তেজনার খবর সামনে আসছে । ভোট চলাকালীনই ৫৩ নম্বর ডাংরাইল বুথের প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে । যার জেরে ভোটপ্রক্রিয়া (Sagardighi By election) কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় । ওই বুথে নতুন অফিসার আসার পর ফের ভোটগ্রহণ শুরু হয়েছে । অন্যদিকে, সাগরদিঘির একাধিক বুথে বহিরাগত প্রবেশের অভিযোগ উঠেছে । যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় । কংগ্রেস ও বিজেপি প্রার্থীদের বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে ।
অন্যদিকে, সাগরদিঘির উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে ১১ নম্বর বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ । বুথে নিযুক্ত কেন্দ্রীয় বাহিনী তাঁকে ঢোকার মুখেই আটকে দেন। যা নিয়ে উত্তেজনা তৈরি হয় এলাকায় । তৃণমূলের ফেস্টুন লাগানো টোটোয় ভোটারদের নিয়ে আসা হচ্ছে, এমন অভিযোগও তুলছেন বিরোধীরা । এদিকে, সামসাবাদ হাইস্কুলে ২০৮, ২১১ নম্বর বুথে রাজ্য পুলিশকে ২০০ মিটারের বাইরে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। কেন প্রার্থী রাজ্য পুলিশকে বের করে দিয়েছেন, সেই বিষয়ে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন । এই ছোটোখাটো অশান্তি ছাড়া মোটের উপর শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে ।