লাগাতার ৬৬ ঘণ্টা পুকুর হাতড়েও CBI উদ্ধার করতে পারেনি জীবনকৃষ্ণ সাহার দ্বিতীয় ফোনটি। কিন্তু বড়ঞার আন্দি গ্রামের বাসিন্দা সঞ্জীব বাগদি বাঁহাতে খুঁজে বের করে দেন এই মুহূর্তের সবচেয়ে 'ওয়ান্টেড' জিনিসটি। এই ঘটনায় 'লে ম্যান' সঞ্জীবকে ঘিরে কৌতুহল দানা বাঁধছে। সকাল হলেই কাজের খোঁযে বেরিয়ে পড়েন সঞ্জীব। কখনও রাজমিস্ত্রির জোগাড় তো কখনও নালা পরিস্কার। আয় বলতে কোনও দিন ২০০ ৩০০ কোনও দিন ৫০-১০০। জীবন কাণ্ডে সঞ্জীবের প্রশ্ন এখন একটাই, 'খুঁজে তো দিলাম, পুরস্কার পাব না?'
জানা গিয়েছে, মোবাইলের তল্লাশিতে মোট তিনটি পাম্প বসিয়ে ওই পুকুর থেকে জল ছেঁচে তোলার কাজ চলছিল । রবিবার সকালে ওই পুকুর থেকে সব জল ছেঁচে ফেলা সম্ভব হয়েছে । তারপরই একটি মোবাইল পাওয়া যায় । মোবাইল উদ্ধারের পর ঘটনাস্থলে পৌঁছন সিবিআইয়ের প্রযুক্তি বিশেষজ্ঞ। এবার সঞ্জীবের বাঁ-হাতের খেলে মিলেছে দ্বিতীয় ফোনটিও।