জেলে থেকেও একাধিকবার শিরোনামে এসেছেন। সারদা চিটফান্ড কান্ডে ১০ বছর পর প্রথম বাড়ি যাচ্ছেন অভিযুক্ত দেবযানী মুখোপাধ্যায়। জামিন পাননি তিনি। অসুস্থ মা-কে দেখতে প্যারোলে বাড়ি ফিরছেন।
সূত্রের খবর, আগামী ৫ জুন মাত্র ৪ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি যেতে পারেন। সেই অনুযায়ী, জেল কর্তৃপক্ষের তরফেও যাবতীয় আয়োজন করা হয়েছে। পুলিশ প্রহরার জন্য লালবাজারে চিঠিও দিয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষ।
সারদা চিটফান্ড মামলায় আলোড়ন পড়েছিল রাজ্যজুড়ে। এরপরই কলকাতা ছাড়েন সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। কাশ্মীর থেকে গ্রেফতার করা হয় তাঁদের।