বাগদেবীর আরাধনায় মেতেছে বাংলা । ঘরে ঘরে বিদ্যার দেবীর আরাধনা শুরু ভোর থেকেই । সকাল সকাল হলুদ মেখে স্নান, তারপর পুজোর জোগাড়, ফল কাটা, পাটভাঙা পাঞ্জাবি কিংবা হলুদ শাড়ি পরে দেবীর অঞ্জলি দেওয়া । মাঘ পঞ্চমী তিথিতে মিঠে রোদ গায়ে মেখে পাড়ার মণ্ডপেও অঞ্জলি দিতে দেখা গেল কচিকাঁচা থেকে বড়দের। আবার বাড়ির খুদে সদস্যের হাতেখড়ির দিনও আজ ।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্কুলগুলিতেও ভিড় করছে ছাত্রছাত্রীরা । সরস্বতী পুজো আবার বাঙালির ভ্যালেন্টাইন্স ডেও বটে । পড়ন্ত বিকেলে গঙ্গার ধারে কিংবা শহরের কোনও রাস্তায় হাতে হাত রেখে হেঁটে যেতে দেখা যাবে দু'টি মানুষকে । তার সাক্ষ্মী থাকবে শীতের কলকাতা । চোখের ইশারায় নতুন প্রেমের গল্পও শুরু হয় সরস্বতী পুজোতেই ।
সরস্বতী পুজোর আরও একটা আকর্ষণ হল ভোগ । কোথাও খিচুড়ি, কোথাও পোলাও বা কোথাও আবার লুচি ভোগও দেওয়া হয় দেবীকে । স্কুলে লাইন দিয়ে পাত পেড়ে সেই ভোগ খাওয়ার মজাই আলাদা ।