পাত্রীর জন্য উপযুক্ত পাত্র চাই । সরকারি চাকরি তাও আবার স্কুল শিক্ষক হলে তো কথাই নেই । কিছুদিন আগে পর্যন্ত 'পাত্র-পাত্রী চাই' বিজ্ঞাপনে (West Bengal Marriage Ad) অধিকাংশ মেয়ের বাবা-মায়েদের চাহিদা ছিল এরকমই । কিন্তু, সম্প্রতি, ছবিটা হঠাৎই বদলে গিয়েছে । এখন আর স্কুল শিক্ষক পাত্র চাইছেন না অনেকেই । এমনকি,পত্রিকার বিজ্ঞাপনে (Marriage Ad Viral) পরিষ্কার লেখা থাকছে, স্কুল শিক্ষক ‘নট অ্যালাউড’ (School Teacher Groom not needed)। রবিবার একটি দৈনিক পত্রিকার এমনই একটি বিজ্ঞাপন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।
কী রয়েছে সেই বিজ্ঞাপনে ? উত্তর দিনাজপুরের এক পাত্রীর জন্য 'উপযুক্ত পাত্র'চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেয় পরিবারের লোকজন । পাত্রী নিজেও সরকারি চাকুরে । তাই, পাত্রও সরকারি চাকুরে কাম্য তাঁদের । কিন্তু, শর্ত একটাই । বিজ্ঞাপনে লেখা ‘উপযুক্ত পাত্র কাম্য (স্কুল শিক্ষক ব্যতীত)’। মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপনটি ভাইরাল হয়ে যায় ।
আরও পড়ুন, West Bengal Bus Accident : শিলিগুড়ির দিকে ফেরার পথে পাহাড়ে উল্টে গেল পড়ুয়াদের বাস
প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে জেরবার রাজ্য । এই নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে । আদালতের নির্দেশ অনুযায়ী, এখনও পর্যন্ত, প্রাথমিক টেটে ২৬৯ জনের চাকরি গিয়েছে । এর মধ্যে উত্তর দিনাজপুরের ৪০ জনের চাকরি গিয়েছে । ২০১৪ সালের টেট পরীক্ষায় উত্তীর্ণদের কাগজপত্র চেয়ে পাঠানো হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের তরফে । নিয়োগ নিয়ে সিবিআই তদন্ত শুরু করেছে । তদন্তের স্বার্থে সিবিআই নিয়োগ সংক্রান্ত নথিও চাইছে শিক্ষা দফতরের কাছ থেকে । এই পরিস্থিতে, স্কুল শিক্ষক পাত্র নিয়ে এই বিজ্ঞাপন ভাইরাল ।