দাবদাহের জেরে গরমের ছুটি এগিয়ে আনতে হয়েছিল। এবার স্কুলের দরজা খোলার পালা। আগামী ১০ জুন থেকে স্কুলের ক্লাস শুরু পড়ুয়াদের। সোমবার এমনই নির্দেশিকা দিয়েছে রাজ্য়ের স্কুল শিক্ষা দফতর। তবে সরকারি, সরকারি অধীনস্ত স্কুলের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আরও এক সপ্তাহ আগে থেকেই স্কুলে যেতে হবে। আগামী সোমবার, অর্থাৎ ৩ জুন থেকেই তাঁদের ছুটির মেয়াদ শেষ হয়ে যাবে।
৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। স্কুলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা থাকছেন। তাই ৯ জুনের আগে কোনও স্কুলেই ক্লাস চালু করা সম্ভব নয়। শিক্ষা দফতর জানিয়েছে, ১০ জুন, সোমবার থেকে স্কুলে পড়ুয়ারা আসবে।
এবার ৬ মে গরমের ছুটি পড়ার কথা ছিল। গরমের তীব্রতা বেশি থাকায় ছুটি এগিয়ে আনা হয় ২২ এপ্রিল। এবার স্কুলো খোলার নির্দেশিকায় স্কুল শিক্ষা দফতরের।