এবছর মাধ্যমিকের দ্বিতীয় স্থান দখল করেছে পুরুলিয়া জেলা স্কুলের পড়ুয়া সাম্যপ্রিয় গুরু। শুধু পড়াশোনা নয়, কো-ক্যারিকুলাম অ্য়াক্টিভিটিতেও যথেষ্ঠ দক্ষতা ছিল তার। ভালো ফলাফলের আশা থাকলেও মেধা তালিকায় নাম উঠবে সেই প্রত্যাশাও ছিল না সাম্যপ্রিয়র।
Read More- পড়াশোনার বাঁধাধরা সময় ছিল না,চিকিৎসক হতে চায় মাধ্যমিকে প্রথম চন্দ্রচূড়
দ্বিতীয় স্থান দখল করার পরেই পুরুলিয়ায় সাম্যপ্রিয়র বাড়িতে উৎসবের আমেজ। সে জানিয়েছে, মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসতেই আরও বেশি সময় ধরে পড়াশোনা করত। উচ্চমাধ্যমিকের পর ডাক্তারি পড়ার ইচ্ছে রয়েছে তার।
ইতিমধ্যে একাদশ শ্রেণির জন্য বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেছে সাম্যপ্রিয়। তবে সময় সুযোগ পেলেই ক্রিকেট খেলা দেখার জন্য টিভিতে চোখ রাখছে সে।