পঞ্চায়েতে ব্যাপক সাফল্যের পর মেগা সমাবেশ তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যে কলকাতায় আসতে শুরু করেছেন দলের কর্মী সমর্থকরা। শহরের বিভিন্ন জায়গায় থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এবছর রেকর্ড সংখ্যক ভিড়ের লক্ষ্যমাত্রা নিয়েছে তৃণমূল নেতৃত্ব। এই পরিস্থিতিতে নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় তার জন্য একাধিক পদক্ষেপ নিয়েছেন পুলিশের পদস্থ কর্তারা।
জানা গিয়েছে, একাধিক টিম গঠন করে নিরাপত্তার বিষয়টি দেখা হচ্ছে। কলকাতা ও শহরতলি মিলিয়ে মোট ৫ হাজার পুলিশ মোতায়েন করা হবে। ইতিমধ্যে একাধিক পয়েন্টে পুলিশ ক্যাম্প তৈরি করা হয়েছে। কলকাতা পুলিশের তরফে মোট ২০টি ছাদ বেছে নেওয়া হয়েছে। যেখান থেকে নজরদারি চালাবে পুলিশের একাধিক টিম।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, ডেপুটি পুলিশ কমিশনার পদমর্যাদার ৩১ জন অফিসার ২১ জুলাইয়ের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্বে থাকবেন। পাশাপাশি যুগ্ম কমিশনার পদমর্যাদার ৮ জন এবং অ্য়াসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদারে ৮০ জন অফিসারের উপরেও দায়িত্ব দেওয়া হয়েছে। যে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে ১৮টি অ্য়াম্বুল্যান্সের ব্যবস্থা করা হয়েছে।
Read More- ২১-এর প্রস্তুতি তুঙ্গে, ধর্মতলা ভরতে পারে উত্তরবঙ্গের ভিড়ে
পুলিশ সূত্রে খবর,পুলিশের তরফে ৪৮টি কিয়স্কের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও থাকছে বিপর্যয় মোকাবিলা টিম এবং কুইক রেসপন্স টিমের সদস্যরা।