বাঁকুড়ার বড়জোড়া শিল্পতালুকে স্পঞ্জ আয়রন কারখানায় বিস্ফোরণ। শরীর ঝলসে আহত কমপক্ষে ১৫ জন। প্রাথমিক চিকিৎসার পর ১০ জনকে দুর্গাপরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কারখানার ব্লাস্ট ফার্নেসে বিস্ফোরণ হয়। ঘটনাকে কেন্দ্র করে কারখানা সংলগ্ন এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
কারখানা কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে ১০-১২ জন শ্রমিক সেখানে কাজ করছিলেন। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দুর্ঘটনার সময় ব্লাস্ট ফার্নেসের ভিতরে ধাতব তরল তাঁদের গায়ে পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দুর্ঘটনার সময় আরও বেশি শ্রমিক সেৎানে থাকতে পারেন। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। কীভাবে এই দুর্ঘটনা, তা এখনও স্পষ্ট নয়।
বড়জোড়া শিল্পতালুকে এই অঘটনের পরই প্রশ্ন উঠছে। এই জাতীয় অঘটন, আগেও ঘটেছে। আহত হয়েছেন শ্রমিক। সুরক্ষাবিধি ঠিকঠাক মানা হত, কিনা তা নিয়েও প্রশ্ন উঠছে।