প্রতিমা বিসর্জনের (Durga Idol Immersion) সময় মর্মান্তিক দুর্ঘটনা জলপাইগুড়িতে (Jalpaiguri)। মাল নদীতে বিসর্জন চলাকালীন হড়পা বানে ভেসে গেলেন বহু মানুষ । ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে । নিখোঁজ বহু । তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে । মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
জানা গিয়েছে, বুধবার রাতে জলপাইগুড়ির মালবাজার (Jalpaiguri Mal Flash Flood) এলাকায় মাল নদীতে বিসর্জন চলছিল । মায়ের ভাসান দেখতে নদীর পাড়ে ভিড় করেছিলেন অনেকেই । কিন্তু, সেইসময় হঠাৎই নদীর জল ফুলে ফেঁপে ওঠে । কিছু বুঝে ওঠার আগেই হড়পা ভানে ভেসে যান বহু মানুষ । এছাড়া, মাঝ নদীতে চড়ায় আটকে রয়েছে বহু মানুষ । স্থানীয় সূত্রে খবর, আচমকা পাহাড় থেকে জল নেমে এসে এই ঘটনা ঘটেছে । আটকে পড়া মানুষদের উদ্ধার করতে যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে । প্রশাসনের উদ্যোগে জেসিবি নামিয়ে উদ্ধারকাজ শুরু হয়েছে । ঘটনাস্থলে রয়েছে এনডিআরএফ । প্রশাসন সূত্রে খবর, হড়পা বানে ভেসে গিয়ে বহু মানুষ সমতলের দিকে চলে গিয়েছেন । তাঁদের উদ্ধারে স্পিড বোট নামানোর কথা ভাবা হচ্ছে ।
আরও পড়ুন, Murshidabad News : প্রতিমা বিসর্জনে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, মুর্শিদাবাদে নৌকা থেকে পড়ে মৃত ১
জেলাশাসক মৌমিতা গোদারা বসু জানিয়েছেন, এখনও পর্যন্ত ৭ জন মারা গিয়েছেন । মৃতদের মধ্যে অল্পবয়সি এবং প্রাপ্ত বয়স্করা রয়েছেন । কতজন ভেসে গিয়েছেন, তা এখনই বলা সম্ভব নয় । যাঁদের উদ্ধার করা সম্ভব হয়েছে, তাঁদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে । এখনও পর্যন্ত ১১ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে ।