মঙ্গলবার বাম ছাত্র-যুব-মহিলা সংগঠনের জেলা পরিষদ অভিযান ঘিরে তুলকালাম বারাসাত। এই ঘটনার জেরে ১০ জন বামকর্মীকে গ্রেফতার করে পুলিশ। মূলত যোগ্য প্রার্থীদের কাজ, দুর্নীতিগ্রস্তদের শাস্তি, নারী নির্যাতন এবং শিশু পাচার বন্ধ সহ একাধিক বিষয়ে এই কর্মসূচির ডাক দেয় বাম ছাত্র-যুবরা। মঙ্গলবার বারাসাতের হেলা বটতলা থেকে মিছিল শুরু করে বামেরা। তবে সেই মিছিল যশোর রোডে পড়তেই আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী। কিন্তু পুলিশের সেই ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় হাজার হাজার মানুষের মিছিল।
এরপরই ছন্দ কাটে মিছিলের। অভিযোগ, পুলিশের তরফে বিনা প্ররোচনায় লাঠিচার্জ করা হয় মিছিলে। এরই পাল্টা দু-একজন পুলিশকে ঘিরে ফেলে মারধর শুরু করে বাম ছাত্র-যুবরা। মহিলা সমিতির সদস্যরাও পুলিশের হাত থেকে লাঠি কেড়ে পেটাতে শুরু করেন পুলিশকে। এদিন জেলা পরিষদের মূল গেট ভেঙে ভেতরে ঢুকে পড়েন বাম ছাত্র-যুবরা। জেলা পরিষদের দেওয়ালে স্প্রে পেন্ট দিয়ে '‘তৃণমূল চোর' বলে লেখার অভিযোগ বাম কর্মীদের বিরুদ্ধে।
আরও পড়ুন- CV Ananda Bose : রাজ্যের অশান্তির ঘটনায় রাজ্যপাল সিভি আনন্দবোসকে রিপোর্ট জমা দিল নবান্ন