কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের দাড়ি-গোঁফ উপরে নেওয়ার হুঁশিয়ারি দিয়ে এবার বিপাকে কোচবিহারের তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। ৫ নভেম্বর কলকাতায় নবান্নে এসে বৈঠক করার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর, তাঁর সঙ্গে থাকবেন প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকও। তার আগেই তৃনমূলের একটি সভা থেকে নিশীথ প্রামানিকের নামে আপত্তিকর মন্তব্য করেন উদয়ন। তিনি বলেছিলেন, ‘ভোট জেতার পর এলাকায় ঢোকেননি নিশীথ, তাঁর দাঁড়ি-গোঁফ উপরে ফেলার ব্যবস্থা করতে হবে’
এবার উদয়নের এই মন্তব্যের বিরুদ্ধে ফুঁসে উঠেছেন বিজেপি বিধায়ক শংকর ঘোষ, পুলিশে উদয়ন গুহর নাম লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। এর আগেও একাধিকবার বেফাঁস মন্তব্যের জেরে বিপাকে পড়েছেন উদয়ন। এবার শিলিগুড়ি থানায় বৃহস্পতিবার উদয়ন গুহর নামে অভিযোগ জানিয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন শংকর ঘোষ।
বিজেপি বিধায়ক শংকর ঘোষের কথা, ‘তৃণমূলের উদয়ন গুহর এহেন মন্তব্যে আমাদের কেন্দ্রীয় মন্ত্রীর মানহানি হয়েছে, পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ যথাযথ ব্যবস্থা না নিলে আমরা আদালতের দ্বারস্থ হবে’। উল্লেখ্য, এর আগে এক সভা থেকে বিরোধীদের দাঁত উপরে নেওয়ার নিদান দেওয়ার অভিযোগ রয়েছে। আপাতত উদয়নের নয়া মন্তব্যে সরগরম রাজ্য রাজনীতি।