বাংলার মুকুটে নতুন পালক। ওয়ার্ল্ড হেরিটেজ সাইটগুলির তালিকায় অন্তর্ভূক্ত হতে চলেছে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। রবীন্দ্র জয়ন্তীর পরের দিনই বুধবার একথা জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষাণ রেড্ডি।
রেড্ডি টুইট করে জানিয়েছেন, "গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীতে সারা দেশের জন্য সুখবর। শান্তিনিকেতনকে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় রাখার জন্য সুপারিশ করা হয়েছে।" কেন্দ্রীয় মন্ত্রী জানান, ইউনেসকোর উপদেষ্টা সংগঠন ইকোমস এই প্রস্তাব দেয় ভারতকে। আগামী সেপ্টেম্বরে সৌদি আরবের রিয়াধে একটি সভায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে।
সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের সঙ্গে জমি নিয়ে বিতর্কে জড়িয়েছে বিশ্বভারতী। সেই বিবাদ রাজনৈতিক পর্যায়েও পৌঁছে গিয়েছে। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসক দল।