Shootout in Belgharia: বেলঘরিয়ায় ভরদুপুরে চলল গুলি, বরাত জোরে রক্ষা ব্যবসায়ীর

Updated : Jun 15, 2024 17:24
|
Editorji News Desk

শনিবার ভরদুপুরে গুলি চলল বেলঘরিয়ায়। এক ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। প্রায় আট রাউন্ড গুলি চালানো হয় বলে খবর। তবে বরাত জোরে বেঁচে যান ওই ব্যবসায়ী। ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। ওই ব্যবসায়ীর নাম অজয় মণ্ডল। গাডির শোরুম ছাড়াও প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তিনি।

জানা গিয়েছে, খড়দহ থেকে ডানলপ হয়ে কলকাতা যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। প্রথম গাড়িতে ছিলেন অজয় মণ্ডল। এবং আরও একটি গাড়িতে ছিলেন তাঁর সঙ্গীরা। কামারহাটি পৌরসভার সামনে সিগন্যালে দাঁড়িয়েছিল ওই ব্যবসায়ীর গাড়ি। জানা গিয়েছে ভলভো ৮০০ মডেলের একটি বুলেটপ্রুফ গাড়িতে ছিলেন অজয় মণ্ডল। সিগন্যাল সবুজ হলে কামারহাটি পুরসভার উল্টোদিকে থাকা ক্ষুদিরাম বসু হাসপাতালের সামনে তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুটি বন্দুক থেকে গুলি ছোড়া হয়েছিল। মোট ৮ রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি। গুলির সেই চিহ্নই গাড়ির বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, মোট ৫ টি গুলির চিহ্ন রয়েছে গাড়িতে। 

Read More- বাইক রেষারেষি নিয়ে বচসা, খাস কলকাতায় চলল গুলি! আহত ১

এবিষয়ে ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া জানিয়েছেন, কলকাতার দিকে যাচ্ছিলেন ওই ব্যবসায়ী। অজয় মণ্ডলকে যে তোলা চেয়ে হুমকি দেওয়া হচ্ছিল তা পুলিশকে জানানো হয়নি বলেই জানিয়েছেন ব্যরাকপুরের পুলিশ কমিশনার। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলি করে ডানলপের দিকে পালিয়ে যায় দুই দুষ্কৃতী। 

shootout

Recommended For You

editorji | লোকাল

Poush Mela 2024 : ৩ দিন নয়, ৬ দিন! মঙ্গলবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষমেলা

editorji | লোকাল

Local Train Cancel : সামনেই নতুন বছর, এই আবহে হাওড়া শাখায় বাতিল ৬০টি ট্রেন, ৩২ দিন বন্ধ পরিষেবা

editorji | লোকাল

Memary News : কী ছিল গোয়াল ঘরে ? গাঁজার সঙ্গেই মিলল টাকা, মেমারিতে চাঞ্চল্য

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?