শনিবার দক্ষিণ ২৪ পরগনা কাকদ্বীপ গভমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুলের আবাসিক বিল্ডিংয়ে শর্ট সার্কিট হয়ে আতঙ্ক ছড়ায়। নিমেষে ছাত্রীদের মধ্যে ছড়ায় চাঞ্চল্য। বিদ্যুৎপৃষ্ঠ হওয়ার ভয়ে শুরু হয় হুড়োহুড়ি আর তার জেরেই অসুস্থ হয়ে পড়ে ১০ জন ছাত্রী। তড়িঘড়ি তাঁদের ভর্তি করা হয় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে।
স্থানীয়দের সহযোগিতায় আহত ১০ জন ছাত্রীকে নিরাপদে উদ্ধার করা গিয়েছে। পরে ঘটনাস্থলে এসে পৌঁছয় বিদ্যুৎ বিভাগের আধিকারিকেরা। পুলিশ সূত্রে খবর, ক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের স্বামী বিবেকানন্দ পঞ্চায়েতের হরিপুরে কেন্দ্রীয় সরকারের এসসি এসটি হস্টেলে হঠাতই শর্টসার্কিট হওয়ায় আতঙ্ক তৈরী হয়।
কী ভাবে গোটা বিল্ডিংটিতে বিদ্যুৎ প্রবাহ হয়েছিল তা খতিয়ে দেখছে বিদ্যুৎ বিভাগের আধিকারিকেরা। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে সকল ছাত্রী সুস্থ রয়েছে। পরে জানা যায় হস্টেলের মেন সুইচ থেকে পাম্পের তার শট সার্কিটের জেরে আগুন দেখা যায়।