শ্রদ্ধার (Shraddha Walker Murder Case) খুনি আফতাবই । পলিগ্রাফ পরীক্ষায় (Polygraph Test) সব অপরাধের কথা স্বীকার করেছে দিল্লি হত্যাকাণ্ডে (Delhi Murder Case) অভিযুক্ত । এমনটাই দাবি দিল্লি পুলিশের । কিন্তু, প্রেমিকাকে খুন করে আফতাবের এতটকু অনুশোচনা নেই বলে জানিয়েছে দিল্লি পুলিশ ।
সম্প্রতি, আফতাবের পলিগ্রাফ টেস্ট (Aftab's Polygraph Test) করা হয় । দিল্লি পুলিশ জানিয়েছে, পরীক্ষায় নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছে আফতাব । অভিযুক্ত পলিগ্রাফ টেস্টে জানিয়েছে, শ্রদ্ধাকে খুন করার পর ধারালো অস্ত্র দিয়ে দেহটিকে টুকরো টুকরো করেছিল সে-ই । তারপর সেগুলি জঙ্গলে ফেলে দেয় । দিল্লি পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার নার্কো-অ্যানালিসিস পরীক্ষার পরবর্তী ধাপের জন্য আফতাবকে রোহিনীর ল্যাবে নিয়ে যাওয়া হবে । এ বিষয়ে নিম্ন আদালতের তরফে প্রয়োজনীয় অনুমতি মিলেছে ।
শ্রদ্ধা হত্যা মামলায় সামনে আসছে একের পর এক তথ্য। সম্প্রতি, মুখ খুলেছেন শ্রদ্ধা হত্যা মামলার (Shraddha Walker Murder Case) মূল অভিযুক্ত আফতাবের (Aftab Poonawala) সাম্প্রতিক ‘বান্ধবী’। তিনি জানান, শ্রদ্ধাকে হত্যার পর আফতাবের ছাতরপুর বাসভবনে দুবার গিয়েছিলেন অথচ তখনও ঘুণাক্ষরেও তিনি টের পাননি শ্রদ্ধার অঙ্গ সেই বাড়িতে ছিল । তিনি আরও জানান, আফতাব ১২ নভেম্বর একটি আংটিও উপহার দিয়েছিলেন তাকে। সূত্র বলছে, সেই আংটিটি ছিল শ্রদ্ধার।