মমতা জনপ্রিয়। অভিষেক উঠছেন। তবে তাঁর ক্রেজও কিছু কম নয়। হঠাৎ করে ফের হুঁশিয়ারির সুর রাজ্য়ের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর। কিন্তু হঠাৎ করে কেন তিনি এমন বার্তা দিতে গেলেন। রাজনৈতিক মহলের খবর, মূলত তাঁর ঘনিষ্ঠ এক নেতাকে বাদ দিয়েই নতুন ব্লক সভাপতি করা হয়েছে। তাই নিয়েই কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন সিদ্দিকুল্লা। তাই দলের কাছে এই বর্ষীয়ান বিধায়কের প্রশ্ন, তাঁকে ছাড়া কী মন্তেশ্বর চলবে ? সিদ্দিকুল্লার এই মন্তব্য নিয়ে এখন মেপেই পা ফেলতে চাইছে শাসক দল তৃণমূল কংগ্রেস। এই ব্যাপারে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, দল সিদ্দিকুল্লা চৌধুরীকে সম্মান দেয় বলেই মন্ত্রী করেছে।
ঠিক কী কারণে নিজের দলের প্রতি এই ক্ষোভ ? জানা গিয়েছে, সম্প্রতি মন্তেশ্বরে ব্লক সভাপতি বদল করা হয়েছে। সেখানে বাদ দেওয়া হয়েছে বিধায়ক ঘনিষ্ঠ এক নেতাকে। ইতিমধ্যেই বিষয়টি ফের খতিয়ে দেখতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে অনুরোধ করেছেন সিদ্দিকুল্লা চৌধুরী। তাঁর দাবি, বাকি বিধানসভা কেন্দ্রে তিনি কোনও হস্তক্ষেপ করেন না। কিন্তু মন্তেশ্বর নিয়ে তাঁকে দায়িত্ব দেওয়া হোক। পাশাপাশি, এ ভাবে চললে অন্য রাস্তা খোলা বলেও দাবি করেছেন তিনি। হুঁশিয়ারির সুরে জানিয়েছেন, তাঁর রাস্তা খোলা আছে। কারণ, তাঁর হাতে ভোট আছে। যা রাজ্যে আর পাঁচজন মুসলিম নেতার হাতে নেই বলেও দাবি করেছেন সিদ্দিকুল্লা চৌধুরী।
রাজনৈতিক মহলের মতে, এরআগেও তৃণমূলের বিরুদ্ধে বিদ্রোহের সুর শোনা গিয়েছিল সিদ্দিকুল্লার গলায়। আবার পরে শান্তও হয়েছেন।