রাজ পরিবারের ঐতিহ্য মেনে দোলের (Dol 2022) পরের দিন রং খেলায় মাতল বর্ধমান (Bardhaman) শহরবাসী । ক্যালেন্ডারের পাতায়, শুক্রবার ছিল দোল পূর্ণিমা । এদিন, দেশের সমস্ত প্রান্তের মানুষ মেতে উঠেছিল রং খেলায় ৷ কিন্তু, বর্ধমানের চিত্রটা ছিল আলাদা । শুক্রবারের বদলে শনিবার, দোল উৎসব উদযাপন করল শহরবাসী ।
কিন্তু, কেন এমন নিয়ম ? বর্ধমানে রাজাদের সময় থেকে এই প্রথা চালু রয়েছে । কথিত আছে, বর্ধমানের মহারাজা ছিলেন মহাতাব চাঁদ ৷ তাঁর আমলে রাজবাড়ির কুলদেবতা লক্ষ্মীনারায়ণ জিউ মন্দিরে দোলের পরদিন আবির খেলার মাধ্যমে উৎসবের সূচনা হত । ওইদিন রাজারা দোল খেলতেন ৷ তাই তাঁদের সম্মান জানাতে বর্ধমানবাসী দোলের দিন রং খেলেন না । পরের দিনই দোল উৎসবে সামিল হন । সেই থেকেই এই প্রথাই চলে আসছে ।
আরও পড়ুন, Tiger: দোলের দিন বাঘের দেখা পেয়ে খুশি পর্যটকরা, মনের সুখে তুললেন দেদার ছবি
চিরাচরিত প্রথা মেনে শনিবার বর্ধমানের জায়গায় জায়গায় রং খেলায় মেতে উঠল আট থেকে আশি । কোথাও রঙিন ছাউনির তলায় ডিজে বাজিয়ে, নাচে-গানে রং খেলতে দেখা গেল । আবার বর্ধমানের অলিতে-গলিতে চোখে পড়ল কচি-কাঁচাদের উচ্ছ্বাস । আবির খেলা থেকে রং বেলুন কিছুই বাদ যায়নি ।