আজ ডি ডে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রামের প্রাণ প্রতিষ্ঠার দিন। রামমন্দিরের উদ্বোধন। বিজেপির কর্মী সমর্থকেরা রাজ্য জুড়ে একাধিক কর্মসূচি নিয়েছেন, এরমধ্যেই রাম ভজন করে দিন শুরু করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। ‘রঘুপতি রাঘব রাজা রাম’ হারমোনিয়ামের সঙ্গে গলা মিলিয়ে, রাম সীতার পুজো করলেন গৌতম দেব।
Ayodhya Bollywood : অযোধ্যায় বলিউড, অভিষেকের সঙ্গে অমিতাভ, প্রথম সারিতে রজনীকান্ত
তবে তৃণমূল নেতা নিজের দিক স্পষ্ট করে এও জানিয়েছেন, রাম সবার, রামের পুজো মানে রাম সীতার পুজো। কোনও রাজনৈতিক দিক থেকে নয়, এই পুজো কেবলই আধ্যাত্মিক চেতনা থেকে একথাও স্পষ্ট জানিয়েছেন শিলিগুড়ির মেয়র।