পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হওয়া নিয়ে তৃণমূলের অর্ন্তদ্বন্দ্ব এ বার খোদ জমি আন্দেলনের ঘাঁটি সিঙ্গুরে। দলীয় প্রতীক না পেয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখলেন কৃষিজমি রক্ষা কমিটির অন্যতম নেতা দুধকুমার ধাড়া। তাঁর দাবি, তিনি মানসিক যন্ত্রণায় ভুগছেন।
সিঙ্গুর পঞ্চায়েত সমিতির ৩ নম্বর আসনে দলীয় তালিকায় নাম ছিল দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী দুধকুমার ধারার। মনোনয়নও জমা দিয়েছিলেন তিনি। কিন্তু পরে তিনি দেখলেন, দলের প্রতীকই পাননি তিনি।
দুধকুমার ধাড়ার আসনে তৃণমূলের দলীয় প্রতীক পেয়ে প্রার্থী হয়েছেন মানিক দাস। তিনিও সিঙ্গুর জমি আন্দোলনেরই অন্যতম নেতা এবং হুগলি জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ।
দুধকুমারের দাবি, দুর্নীতির অভিযোগ থাকায় মানিক দাসকে থাকায় কারণে জেলা পরিষদের টিকিট দেয়নি দল। অথচ পঞ্চায়েত সমিতির টিকিট পেয়েছেন তিনি।
ফেসবুক পোস্টে দুধকুমার লিখেছেন, তিনি এত বড় অপমান সহ্য করতে পারছেন না। অন্যদিকে মানিকের বক্তব্য, সবই দলীয় সিদ্ধান্ত। এতে তাঁর কোনও ভূমিকা নেই।