তৃণমূল নেতা খুনের ঘটনার ২৪ ঘণ্টা পরেও থমথমে দক্ষিণ ২৪ পরগনার বামনগাছির দোলুয়াখাঁকি গ্রামে। অভিযোগ কোনও বাড়িই আস্ত নেই। অঝোরে কেঁদেই চলেছেন মহিলারা। পুরো গ্রামই একপ্রকার পুরুষশূন্য। শিশুদেরও পেটে কোনও খাবার জোটেনি বলেই জানিয়েছেন বাসিন্দারা।
সোমবার ভোরে খুন হন জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর। তারপরেই দোলুয়াখাঁকির লস্কর পাড়ায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। একের পর এক সিপিএম সমর্থকের বাড়িতে আগুন লাগানো হয়। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ওই কাজ করেছে। ঘটনার পর রাতভর আতঙ্কে কাটে ওই গ্রামের বাসিন্দাদের। তাঁদের কোনও খাবারও জোটেনি। এদিকে সোমবার দুপুর থেকেই বিদ্যুৎহীন গোটা এলাকা। খোলা আকাশের নীচে, অন্ধকারেই দিন-রাত কাটছে তাঁদের।
খুনের ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম শাহরুল শেখ। অভিযুক্তকে ১৪ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন করেছিল পুলিশ। যদিও বিচারক তাকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি নির্দিষ্ট সময়ে অভিযুক্তের মেডিক্যাল পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন।